চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের ২ নাবিকের মৃত্যু
শনিবার, ২ অক্টোবর, ২০২১
চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের ২ নাবিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকচট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা একটি বিদেশি জাহাজের দুই বিদেশি নাবিক মারা গেছেন। শারীরিক অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
শিপিং এজেন্ট ও বন্দর সূত্র জানায়, মিশর থেকে সার নিয়ে এমভি এপি অ্যাস্তারিয়া জাহাজটি গত মাসে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। বৃহস্পতিবার জাহাজের কেবিন থেকে একজন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়। আরেকজন নাবিক অসুস্থ হয়ে পড়লে তাকে বোটে করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, জাহাজটির দুইজন নাবিক আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা গেছেন। জাহাজটির স্থানীয় এজেন্ট এ বিষয়টি দেখভাল করছেন।শিপিং এজেন্ট জানিয়েছে, দুইজনের মরদেহ ময়নাতদন্ত শেষে তাদের নিজ দেশ ইউক্রেনে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/176404/চট্টগ্রাম-বন্দরে-বিদেশি-জাহাজের-২-নাবিকের-মৃত্যু