নিবন্ধনের অনুমতি পেলো আরও ৮৫ নিউজ পোর্টাল
নিবন্ধনের অনুমতি পেলো আরও ৮৫ নিউজ পোর্টাল
অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আরও ২৩টি অনলাইন নিউজ পোর্টাল এবং ৬২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় এসব অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়ে আলাদা তালিকা প্রকাশ করেছে।
পৃথক আদেশে বলা হয়েছে, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা প্রদান সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নিবন্ধন পাওয়া অনলাইন পোর্টালের মধ্যে রয়েছে- ইএন.প্রথম আলো, ইপেপার.প্রথম আলো, নিউজ টুডে.কম.বিডি, ইপেপার.ডেইলি স্টার, সংবাদ.কম.বিডি, ইন্ডিপেন্ডেন্ট২৪, খবরপত্র.কম, ডেইলি নওরোজ.কম, আজকের সিলেট.কম, পল্লীনিউজ.কম, এবিসিবার্তা.কম, ঢাকাটুডে.কমসহ ৮৫টি নিউজ পোর্টাল।
উল্লেখ্য, গত বছর থেকে সরকার অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া শুরু করে। সেই সময় প্রথম ধাপে ৩৪টি ও পরে ৫১টি অনলাইন পোর্টাল এবং ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/other/176268/নিবন্ধনের-অনুমতি-পেলো-আরও-৮৫-নিউজ-পোর্টাল