আম্পায়ার নাদির শাহ মারা গেছেন
শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
আম্পায়ার নাদির শাহ মারা গেছেন
২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন নাদির।
স্পোর্টস ডেস্কবাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ (৫৭) মারা গেছেন। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তথ্য মতে, দীর্ঘদিন ধরেই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। ২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন নাদির।
বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি ফেসবুকে লিখেছেন, আমাদের ভালোবাসার মানুষ, অতুলনীয় নাদির শাহ আর নেই। তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি।
নাদিরের জানাযার নামাজ আজ বাদ জুম্মা ধানমনডি ৭নং মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বাংলাদেশ জার্নাল/আরএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/173646/আম্পায়ার-নাদির-শাহ-মারা-গেছেন