মীরসরাইয়ে ৯ রোহিঙ্গা আটক
মীরসরাইয়ে ৯ রোহিঙ্গা আটক
নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়া ১২ রোহিঙ্গা মধ্যে ৯ জনকে আটক করেছে চট্টগ্রামের মীরসরাই থানা পুলিশ।
চট্টগ্রাম প্রতিনিধিনোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়া ১২ রোহিঙ্গা মধ্যে ৯ জনকে আটক করেছে চট্টগ্রামের মীরসরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে দালাল চক্রের সহায়তায় তারা গোপনে ভাসানচর থেকে পালিয়ে যায়। আটকদেরকে মীরসরাই থেকে ভাসানচরে ফেরত আনা হচ্ছে।
পালিয়ে যাওয়া রোহিঙ্গারা হলেন, ৬০ নং ক্লাস্টারের বি ৯-১০ কক্ষের জামাল হোসেন (৫০), তার স্ত্রী রাবেয়া (৪৫), মেয়ে জমিলা (১৩), ছেলে খাইরুল আমীন (১০), একই ক্লাস্টারের বি-১১ নম্বর কক্ষের জামাল হোসেনের ছেলে সৈয়দ আমীন (২৩), তার স্ত্রী রাশেদা (২০), মেয়ে চেতানী (২), বি-১২ নম্বর কক্ষের নূর আলমের মেয়ে হুমাইরা (৩০), তার ছেলে গুরিয়া (৫), বি-১৩ নম্বর কক্ষের ফাতেমা খাতুন (৫০), বি-১৪ নম্বর কক্ষের নূর আলমের মেয়ে রোজিনা আক্তার (২২), তার ছেলে মো. সুরুয (২)।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান পিপিএম বলেন, দুপুরে স্থানীয়রা নারী-শিশুসহ ৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশে খবর দিলে তাদের ভাসানচরে ফেরত পাঠানো হয়েছে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, রোহিঙ্গারা ভাসানচর পৌঁছলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173647/মীরসরাইয়ে-৯-রোহিঙ্গা-আটক