বরিশালে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

বরিশালে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

বরিশালে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি

জি-মরফিন ইনজেকশন বিক্রির অপরাধে টিটু দাস নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে আসামির উপস্থিতিতে বরিশালের জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আসামি টিটু ঝালকাঠির নলছিটি উপজেলার দেলদুয়ার এলাকার দিলীপ দাসের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানান, গত বছর ২০ অক্টোবর বরিশাল নগরীর ভাটারখাল কলোনির খালপাড় থেকে টিটুকে আটক করে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ব্যাগের মধ্য থেকে ৫০ পিস জি-মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

ওইদিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ডিবির এসআই মহিউদ্দিন। ২৪ দিন তদন্ত করে সত্যতা পেয়ে ডিবির এসআই হেলালুজ্জামান ১৪ নভেম্বর একমাত্র টিটুকে দোষী করে চার্জশিট জমা দেন। ১২ জনের সাক্ষ্য শেষে বিচারক এই রায় দেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/172537/বরিশালে-মাদক-মামলায়-একজনের-যাবজ্জীবন