শতাব্দী জাহিদের চলভাষের কবিতা

শতাব্দী জাহিদের চলভাষের কবিতা

শতাব্দী জাহিদের চলভাষের কবিতা

শিল্প সাহিত্য ডেস্ক

অপটিক্যাল ফাইবার কিম্বা মহাকাশ ইস্টিশনের কোন ডাকপিয়নের বরাত দিয়ে–

তুমি চিঠি পেলে, আবিষ্কার হলো ভালো থাকার সহস্র ইমেজ।

রাগলে, কাঁদলে, দোষী সাব্যস্তরায়ে অনুতপ্ত হলে

মাঝে মধ্যে ধিক্কার, লজ্জা আরও কতো কি কাটাকুটি মার্জিন টানা পাতায়।

তারপর রোদ্র শুয়ে পড়লে তোমার উঠানে

অভিমান একঝাঁক মেঘের সাম্বায়

ভিজিয়ে দিলো– বাঁশ ঝাড়ের গুইসাপের গর্ত।

তোমার ঘুম ভাঙা সুর্যের হলুদ কিরণ ধবধবে সাদা হতে হতে–

ভালোবেসে কালো পিপড়ার দলে দলে আমার গ্লাসে দিনের পর দিন

পরাগায়নের বৈজ্ঞানিক কৌশলে আরো একদিন বেঁচে থাকা।

বাংলাদেশ জার্নাল/এসকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/other/literature-and-culture/172536/শতাব্দী-জাহিদের-চলভাষের-কবিতা