পশ্চিমবঙ্গে বন্যায় ২৩ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে বন্যায় ২৩ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে বন্যায় ২৩ জনের মৃত্যু

ডিভিসি রাজ্য সরকারকে না জানিয়েই পানি ছেড়ে দিয়েছে। এর সঙ্গে প্রবল বর্ষণ যোগ হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

অতিবৃষ্টি ও বন্যার প্রভাবে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম থেকে এমন তথ্য পাওয়া গেছে। 

মৃতদের মধ্যে- রাজ্যের দেয়ালচাপায় ৬ জন, পানিতে ডুবে ৭ জন, বজ্রপাতে ৬ জন ও বিদুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। এছাড়া কালিম্পংয়ে ভূমিধসে মৃত্যু হয়েছে ২ জনের।

ইতোমধ্যে ১ লাখ ১৩ হাজার ১৮১ জনকে দুর্গত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে। ত্রাণশিবির খোলা হয়েছে ৩৬১টি, যেখানে আশ্রয় নিয়েছেন ৪৩ হাজারেরও বেশি মানুষ।

এদিকে এই বন্যাকে ‘ম্যান মেড’ উল্লেখ করে এর জন্য দামোদর ভ্যালি করপোরেশনকে (ডিভিসি) দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

তিনি অভিযোগ করেন, ‘ডিভিসি রাজ্য সরকারকে না জানিয়েই পানি ছেড়ে দিয়েছে। এর সঙ্গে প্রবল বর্ষণ যোগ হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে দামোদর ভ্যালি করপোরেশন।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/169419/পশ্চিমবঙ্গে-বন্যায়-২৩-জনের-মৃত্যু