রোববার বন্ধ থাকবে ব্যাংক

রোববার বন্ধ থাকবে ব্যাংক

রোববার বন্ধ থাকবে ব্যাংক

অর্থ-বাণিজ্য

জার্নাল ডেস্ক

কর্মীদের করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আগামী রোববার দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে। পরদিন সোমবার থেকে ফের ব্যাংকিং কার্যক্রম চলবে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী সোমবার ও মঙ্গলবার লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। কঠোর বিধিনিষেধ শেষ হলে ১১ আগস্ট থেকে ব্যাংক লেনদেনে নতুন নির্দেশনা দেবে কেন্দ্রীয় ব্যাংক।

করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করা হয়। লকডাউনের আওতায় সপ্তাহের রোববার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাকি কার্যদিবসে ব্যাংক সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়। এর মধ্যে গত মঙ্গলবার চলমান বিধিনিষেধ আরো ৫ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করেছে সরকার।

এ অবস্থায় আজ নতুন প্রজ্ঞাপন জারি করে আগামী রোববার ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই প্রজ্ঞাপনে বলা হয়, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে কঠোরভাবে সীমিত সংখ্যক লোকবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/finance-business/169511/রোববার-বন্ধ-থাকবে-ব্যাংক