ময়মনসিংহ মেডিকেলে সর্বোচ্চ ৩০ মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে সর্বোচ্চ ৩০ মৃত্যু
হাসপাতালের আইসিইউতে ২৩ জনসহ মোট ৫২৫ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। ফাঁকা নেই আইসিইউ।
বাংলাদেশ
ময়মনসিংহ প্রতিনিধিময়মনসিংহ মেডিকেলে কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ১৬ জন ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় মমেক’র পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ১৭১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩.৫ শতাংশ।
এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীর চাপ ব্যাপক বেড়েছে। দেখা দিয়েছে শয্যা সংকট। মেঝেতেও ঠাঁই হচ্ছে না রোগীদের। হাসপাতালের আইসিইউতে ২৩ জনসহ মোট ৫২৫ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। ফাঁকা নেই আইসিইউ।
বাংলাদেশ জার্নাল/আরএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169523/ময়মনসিংহ-মেডিকেলে-সর্বোচ্চ-৩০-মৃত্যু