গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করায় যুবক গ্রেপ্তার

গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করায় যুবক গ্রেপ্তার

গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করায় যুবক গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে এক গৃহবধূর অশ্লীল ছবি-ভিডিও ধারণ করার অভিযোগে লিটন ব্যাপারী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে এক গৃহবধূর অশ্লীল ছবি-ভিডিও ধারণ করার অভিযোগে লিটন ব্যাপারী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নলছিটি উপজেলার ফুলহরি গ্রাম থেকে অভিযুক্ত লিটন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, নলছিটি উপজেলার ফয়রা গ্রামের এক নারীর দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তার ওই যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে।

গৃহবধূর বর্ণনা অনুযায়ী, গত বছরের ৫ নভেম্বর বরিশালের একটি হোটেলে তাকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত কাটায়। হোটেল কক্ষে তাকে কিছু খাইয়ে অচেতন করে ওই যুবক শারীরিক সম্পর্ক স্থাপন এবং অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। 

পরবর্তীতে এসব ছবি-ভিডিও ব্যবহার করে ওই যুবক তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এতে গৃহবধূ রাজি না হওয়ায় গত ৫ জুলাই তার স্বামীকে ছবি ও হোটেলে ধারণ করা ভিডিও পাঠায় লিটন। এরপর ওই গৃহবধূ নলছিটি থানায় পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, ‘গৃহবধূর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লিটন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169525/গৃহবধূর-অশ্লীল-ভিডিও-ধারণ-করায়-যুবক-গ্রেপ্তার