গাজীপুর সিটি মেয়রের করোনা

গাজীপুর সিটি মেয়রের করোনা

গাজীপুর সিটি মেয়রের করোনা

করোনার উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়।

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মেয়র জাহাঙ্গীর নিজেই।

তিনি জানান, করোনার উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। রাতে পাওয়া রিপোর্টে করোনা পজিটিভ আসে। বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

জাহাঙ্গীর আলম বলেন, নগরবাসীসহ দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে জনসেবা করার সুযোগ দেন।

উল্লেখ্য, ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম বিপুল ভোটে মেয়র পদে নির্বাচিত হন।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/170312/গাজীপুর-সিটি-মেয়রের-করোনা