চাঁদপুরে নারী হাজতির মৃত্যু

চাঁদপুরে নারী হাজতির মৃত্যু

চাঁদপুরে নারী হাজতির মৃত্যু

জেলার কচুয়া উপজেলার রহিমানগর এলাকার মাহবুবুর রহমানের স্ত্রী উম্মে হাছিনা ২টি মাদক মামলায় গত ১ বছর ধরে জেল হাজতে বন্দী ছিলেন।

বাংলাদেশ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা কারাগারে উম্মে হাছিনা নামে (৪১) এক হাজতির মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত ওই নারীকে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

ওই হাজতির করোনায় মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। 

চাঁদপুর জেলা কারাগারের প্রধান এনায়েত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, জেলার কচুয়া উপজেলার রহিমানগর এলাকার মাহবুবুর রহমানের স্ত্রী উম্মে হাছিনা ২টি মাদক মামলায় গত ১ বছর ধরে জেল হাজতে বন্দী ছিলেন।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/170311/চাঁদপুরে-নারী-হাজতির-মৃত্যু