ঢাকায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় ২ শ্রমিক নিহত

ঢাকায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় ২ শ্রমিক নিহত

ঢাকায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় ২ শ্রমিক নিহত

নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় ২ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ও দেওহাটাতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে মোটরসাইকেল করে ছোট বোনকে নিয়ে গার্মেন্টসকর্মী গোলাম হোসেন (৩০) ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে গোড়াই এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই গোলাম হোসেন মারা যান।

অপর দুর্ঘটনাটি সন্ধ্যা সাড়ে ৬ টায় মহাসড়কের দেওহাটা নামক স্থানে ঘটে। টাঙ্গাইলের মধুপুর থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে দেবরের সঙ্গে ঢাকা যাচ্ছিলেন গার্মেন্টসকর্মী নাজমা বেগম (২৮)। দেওহাটা এলাকায় পৌঁছার পর ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নাজমা বেগম মারা যান। তিন মধুপুরের আকাশি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক আদম আলী বলেন, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168988/ঢাকায়-ফেরার-পথে-ট্রাকের-ধাক্কায়-২-শ্রমিক-নিহত