শোকের মাসে থাকছে যেসব কর্মসূচি
শোকের মাসে থাকছে যেসব কর্মসূচি
এছাড়া আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও শোকের মাসে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।
নিজস্ব প্রতিবেদনশোকাবহ আগস্টের প্রথম দিন আজ। বঙ্গবন্ধুকে হারানোর এই মাসে প্রতিবছর ব্যাপক কর্মসূচি গ্রহণ করে থাকে আওয়ামী লীগ। কিন্তু এবার করোনার কারণে কঠোর বিধিনিষেধের কারণে সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালন করা হবে।
মাসব্যাপী আগস্টের কর্মসূচির মধ্যে রয়েছে
১. পাঁচ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন।
২. ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে সকাল ৯টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন।
৩. ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮টা ৩০ মিনিটে ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন। বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন। এদিন জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
৪. ১৬ আগস্ট বিকেল ৩টা ৩০ মিনিটে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৫. ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
৬. ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সকাল ৯টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন। বিকেল ৩টা ৩০ মিনিটে ঘরোয়াভাবে আলোচনা সভা।
৭. ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।
এছাড়া আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও শোকের মাসে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ জার্নাল/আরএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/168987/শোকের-মাসে-থাকছে-যেসব-কর্মসূচি