সরকারি নির্দেশনা মানছে না গণপরিবহনগুলো

সরকারি নির্দেশনা মানছে না গণপরিবহনগুলো

সরকারি নির্দেশনা মানছে না গণপরিবহনগুলো

মাস্ক পড়তে বললেও যাত্রীরা শোনে না। আমরা আরা কি করতে পারি। যার যার জায়গা থেকে সচেতন না হলে আমরা বলেও কাজ হবে না।

নিজস্ব প্রতিবেদক

শিথিল বিধিনিষেধে গণপরিবহন চলাচলে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলো সরকার। তবে এর কিছুই মানা হচ্ছে না রাজধানীর গণপরিহনগুলোতে।

সরকারের নির্দেশনা অনুযায়ী পুরনো ভাড়ায় সব আসনে যাত্রী বহন, জীবাণুনাশক প্রয়োগ, মাস্ক পরিধান, দাঁড়িয়ে যাত্রী বহন না করা এবং প্রত্যেক পরিবহনের ব্যানারে মোট গাড়ির অর্ধেক গাড়ি রাস্তায় নামানোর কথা বলা হয়েছিলো। কিন্তু রাজধানীর গণপরিহনগুলোতে এর কোন কিছুই মানা হচ্ছে না।

রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে এমন চিত্র দেখা দেখা। 

পরিবহনের টিকেট চেকাররা বলছেন, মাস্ক পড়তে বললেও যাত্রীরা শোনে না। আমরা আরা কি করতে পারি। যার যার জায়গা থেকে সচেতন না হলে আমরা বলেও কাজ হবে না।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, মেট্রোতে সরকারি নির্দেশনা সম্পূর্ণভাবে মানা সম্ভব না। মোড়ে মোড়ে স্টপেজ তাই সব স্টপেজে জীবাণুনাশক স্প্রে করা সম্ভব না। এতে যাত্রা পথে অনেক সময় নষ্ট হবে।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/170304/সরকারি-নির্দেশনা-মানছে-না-গণপরিবহনগুলো