কুষ্টিয়ায় একদিনে আরও ৭ মৃত্যু, শনাক্ত ২৯২
বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
কুষ্টিয়ায় একদিনে আরও ৭ মৃত্যু, শনাক্ত ২৯২
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন।
কুষ্টিয়া প্রতিনিধিকুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন।
তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৫৮ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩৩ জন উপসর্গ নিয়ে মোট ১৯১ জন ভর্তি রয়েছেন।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৯১% শতাংশ।
এদিকে লকডাউন শিথিল হওয়ায় সরকারি বিধিনিষেধ মেনে জেলার ব্যবসা প্রতিষ্টান, শপিংমল, হোটেল রেস্টুরেন্ট খোলা হয়েছে। সরকারি নিয়ম মেনে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন।
বাংলাদেশ জার্নাল/ওয়াইএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/170210/কুষ্টিয়ায়-একদিনে-আরও-৭-মৃত্যু-শনাক্ত-২৯২