গাজা সীমান্ত বন্ধ করলো মিশর

গাজা সীমান্ত বন্ধ করলো মিশর

গাজা সীমান্ত বন্ধ করলো মিশর

গাজা উপত্যকার একমাত্র সীমান্ত ক্রসিং রাফাহ, যেটির নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে নয়।

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজার সীমান্ত ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে মিশর। এই বছরে প্রথমবারের মতো কোনও কর্মদিবসে রাফাহ ক্রসিং বন্ধ রাখলো মিশর। মে মাসে হামাস-ইসরায়েল ১১ দিনের যুদ্ধের সময়ও এটি খোলা রাখা হয়।

গাজার শাসক দল হামাসের সঙ্গে উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

গাজা উপত্যকার একমাত্র সীমান্ত ক্রসিং রাফাহ, যেটির নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে নয়।

এ ব্যাপারে মিসরীয় কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল-হামাসের মধ্যে দীর্ঘমেয়াদে যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে মধ্যস্ততা করছে কায়রো। আর তারই অংশ হিসেবে চাপ প্রয়োগ করতে ক্রসিংটি বন্ধ রাখা হয়েছে। 

হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইয়াদ আল বোজাম জানিয়েছেন, রাফাহ ক্রসিং বন্ধ করে দেওয়ার বিষয়ে অবগত হয়েছেন তারা। এর ফলে গাজা উপত্যকার অভ্যন্তরে মানবিক সংকট বাড়বে। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব ক্রসিংটির কার্যক্রম আবারও শুরু হবে।

এটি খুলে দিতে মিসরীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/171563/গাজা-সীমান্ত-বন্ধ-করলো-মিশর