চাঁদপুরে একদিনে ৫ মৃত্যু
বুধবার, ১১ আগস্ট, ২০২১
চাঁদপুরে একদিনে ৫ মৃত্যু
চাঁদপুরে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ২০৪ জন।
বাংলাদেশ
চাঁদপুর প্রতিনিধিচাঁদপুরে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ২০৪ জন। একই সময়ের মধ্যে জেলায় আরও ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬১৭ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৯৭০ জন।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
গত একদিনে মোট ৫৫৯টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ১৭৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯২ জন, হাজীগঞ্জে ২৭ জন, ফরিদগঞ্জে ১২ জন, হাইমচরে ৪ জন, শাহরাস্তিতে ১০ জন, কচুয়ায় ১ জন এবং মতলব দক্ষিণে রয়েছেন ২৮ জন।
বাংলাদেশ জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/170081/চাঁদপুরে-একদিনে-৫-মৃত্যু