দেলদুয়ারে চাপাতির কোপে ক্ষতবিক্ষত এক যুবক

দেলদুয়ারে চাপাতির কোপে ক্ষতবিক্ষত এক যুবক

দেলদুয়ার প্রতিনিধি :
দেলদুয়ারে চাপাতির কোপে ক্ষতবিক্ষত এক যুবক

টাঙ্গাইলের দেলদুয়ারে গত রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আল আমিন (২৫) নামে এক যুবক গুরুত্বর আহত হয়েছে। আহত যুবককে প্রথমে দেলদুয়ার হাসপাতালে আনা হলে অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

লাউহাটী গ্রামের বীরমুক্তিযোদ্ধা সেলিম খান জানান, গত শুক্রবার বিকালে কয়েকজন যুবক এলোপাথারি মটর সাইকেল চালিয়ে তার ভাগিনা নজিব তালুকদারকে আহত করে। এসময় তার সাথে ঐ যুবকদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে ঐ যুবকরা সংঘবদ্ধ হয়ে মুক্তিযোদ্ধা অফিসে এসে সেলিম খানের নিকট এ ঘটনার বিচার চায়। এসময় অফিসের ভিতরে আল আমিন নামে এক যুবকের সাথে ঐ ছেলেদের ধস্তাধস্তি হয়। ঐ ঘটনার সূত্র ধরে রোববার সকাল ১১ টায় শ্রমিক নেতা রেজাউল করিম বুলু ও সবেদ আলীর নেতৃত্বে রাহাত, আসাদ, ওয়াসিম, সাজিদ, সাগর, ছানোয়ার ও জসীম উদ্দিন সহ ৩০-৪০ জনের সংঘবদ্ধ দল লাউহাটী বাজারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এক পর্যায়ে তারা আল আমিনকে পেয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীদের চাপাতির কোপে আল আমিন গুরুত্বর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং মাসুম নামের এক যুবককে আটক করেন।