টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজারে আগুন (ভিডিওসহ)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজারে আগুন (ভিডিওসহ)

মোঃ রাশেদ খান মেনন (রাসেল) :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজারে আগুন (ভিডিওসহ)


টাঙ্গাইলের কালিহাতীর এলেংজানী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালত এক অভিযান পরিচালনা করে।  এ সময় এলেংজানী নদীর ধলাটেঙ্গর নামক স্থানে ১০টি বাংলা ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন, কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার।

এই অভিযানে পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর অন্যান্য সদস্যরা সহযোগীতা করেন। এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাফিসা আক্তার জানান, অভিযান চলাকালে আমরা কোন ঘাট মালিক, কর্মচারী বা বালু ব্যবসার সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে আটক করতে পারি নি।

আমাদের উপস্থিতি টের পেয়ে ওরা পালিয়ে যায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ এ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।