গোপালপুরে মহান স্বাধীনতা দিবস পালিত
মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
মো.নূর আলম গোপালপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রঙ্গণে সকাল আটটায় একযুগে জাতীয় সঙ্গীত পরিবেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, গোপালপুর কলেজ মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ, নাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুর আসনের সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান এমপি, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ লতিফ সিটি, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন, পৌরমেয়র রকিবুল হক ছানা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন প্রমূখ।