রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : কার্টিস

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : কার্টিস

জাতীয় ডেস্ক :
রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : কার্টিস
সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিসা কার্টিস রোববারবলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে।

আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার অফিসে অনুষ্ঠিত বৈঠকে কার্টিস এ অঙ্গীকার ব্যক্ত করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

ডোনাল্ড ট্রাম্পের সহযোগী লিসা কার্টিস সামনের চ্যালেঞ্জ বিশেষ করে বর্ষা মৌসুমের চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের আরো সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠককালে তিনি তার কক্সবাজার সফরের অভিজ্ঞতা এবং রাখাইন রাজ্যে ভয়ঙ্কর নৃশংসতায় ক্ষতিগ্রস্তদের বক্তব্য তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন যে, পরিস্থিতি যদি নিরাপদ হয় তাহলে রোহিঙ্গারা মায়ানমারে তাদের ঘরবাড়ীতে ফিরে যেতে আগ্রহী।

তিনি নিগৃহীত রোহিঙ্গাদের আশ্রয় এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে বাংলাদেশের ভূমিকার আন্তরিক প্রশংসা করেন।

তিনি মনে করেন, ‘এ ধরনের মানবিক পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় বাংলাদেশ সে ক্ষেত্রে বিশ্বের একটি মডেল হতে পারে।’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শক্তিশালী হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এই সংকট মোকাবেলায় বাংলাদেশের পক্ষে জোরালো রাজনৈতিক ও মানবিক সহায়তা দেয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প এবং সে দেশের জনগণের প্রতি বাংলাদেশ সরকারের কৃতজ্ঞতা জানান।

তিনি এ ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অব্যাহত জোরালো ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান।
সূত্র : বাসস।