দুই দিনের সফরঅস্ট্রিয়া গেলেন প্রধানমন্ত্রী

দুই দিনের সফরঅস্ট্রিয়া গেলেন প্রধানমন্ত্রী


ডেস্ক নিউজ :

অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলনে যোগদানের লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী ৩০ মে ‘আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি: ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন।

আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সেখানে বাংলাদেশি কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ৩১ মে তার দেশে ফেরার কথা রয়েছে।