জঙ্গি আস্তানার পাঁচ শিশু হত্যার বিচার দাবি- সখীপুরে কাদের সিদ্দিকী

জঙ্গি আস্তানার পাঁচ শিশু হত্যার বিচার দাবি- সখীপুরে কাদের সিদ্দিকী

জঙ্গি আস্তানার পাঁচ শিশু হত্যার বিচার দাবি- সখীপুরে কাদের সিদ্দিকী

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘এই দেশকে ভালো মানুষের দেশ বানাতে মুক্তিযুদ্ধ করেছিলাম। যাতে ধনীরা যেন গরিবের মাথার ওপর চড়ে উঠতে না পারে। কিন্তু মৌলভীবাজারের আতিয়া জঙ্গি আস্তানায় যে সাতজনকে জঙ্গি হিসেবে ‘গুলি’ করে হত্যা করা হয়েছে-এরমধ্যে পাঁচজনই শিশু। তাও আবার এক শিশুর বয়স মাত্র সাত মাস। এ দেশে পুলিশ ও র‌্যাব যা করছে, তাই ঠিক। অথচ ওনি (প্রধানমন্ত্রী) এখন হয়ে গেছেন বিশ্বের নেত্রী। আমি প্রধানমন্ত্রীর কাছে ওই পাঁচ শিশু হত্যার বিচার দাবি করছি।’ 

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কেজিকে উচ্চ বিদ্যালয় মাঠে গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হওয়ায় আমি দলীয় প্রার্থীর পক্ষে ‘গামছা’ প্রতীকে ভোট চাইতে ও নিরপেক্ষ ভোট গ্রহণ দাবিতে নির্বাচনী এ পথসভায় এসেছি। তিনি বক্তব্য শেষে তার দলের প্রার্থীর পক্ষে ‘গামছা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।