সখীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭

সখীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭

সখীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 

টাঙ্গাইলের সখীপুর উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। ২০১৭ তে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। শ্রেষ্ঠ কলেজ সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ এবং সানস্টার ইনষ্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বি এম (এসআইটিবিএম) কলেজ শ্রেষ্ঠ কারিগরি কলেজ হিসাবে নির্বাচিত হয়েছে। অপরদিকে মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে কালিয়া ইসলামিয়া সিনিয়র দাখিল মাদরাসা।

বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী হাবিবা তাসনিন। কলেজ শিক্ষার্থী হিসেবে হাতিয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার ,কারিগরিতে এসআইটিবিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী লিজা আক্তার এবং মাদরাসা শিক্ষার্থী কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার ১ম বর্ষের শিক্ষার্থী আল আমিন নির্বাচিত হয়েছে। 

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে কালিয়া পাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক শাহানারা আক্তার হ্যাপি, নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার ইংরেজি প্রভাষক মোঃ সাদিকুল ইসলাম, এসআইটিবিএম কলেজের প্রভাষক সবুজ মিয়া এবং সরকারি মুজিব কলেজের প্রভাষক মোঃ ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, কামালিয়া চালা আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক, ভূঁয়াইদ টেকনিক্যাল ইনিষ্টিটিউট অব বিএম কলেজের অধ্যক্ষ মেহেদি হাসান এবং সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।

জানতে চাইলে, সখীপুর উপজেলার মাধ্যমিক অফিসার মোঃ মফিজুল ইসলাম বলেন- সকল শর্তাবলী পূরণ করেই বিধি মোতাবেক এদের যোগ্যতা অনুসারে এরা শ্রেষ্ঠ হয়েছেন।