অবশেষে জাতীয়করণ করা হলো গোপালপুর কলেজ :  গোপালপুরে বর্ণাঢ্য আনন্দ মিছিল

অবশেষে জাতীয়করণ করা হলো গোপালপুর কলেজ : গোপালপুরে বর্ণাঢ্য আনন্দ মিছিল



মোঃ নূর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর কলেজ অবশেষে জাতীয়করণ করা হলো। প্রধানমন্ত্রীর একান্ত সচিব- সাজ্জাদুল হাসানের স্বাক্ষরিত পত্রে গোপালপুর কলেজকে জাতীয়করণের দ্রুত বাস্তবায়নের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। পত্রে বলা হয়টাঙ্গাইল জেলাধীন গোপালপুর উপজেলার মেহেরুন্নেছা মহিলা কলেজ জাতীয়করণের সম্মতি অনিবার্য কারনে এতদ্বারা বাতিল করা হলো। বর্নিত কলেজের স্থলে গোপালপুর কলেজ জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সদয় সম্মতি প্রদান করেছেন

উল্লেখ্য, গত ৩০ জুন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সারা দেশের ১৯৯টি কলেজ সরকারিকরণের যে তালিকা প্রকাশ হয় তাতে গোপালপুর কলেজ বাদ দিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামী আব্দুস সালাম পিন্টুর প্রতিষ্ঠিত মেহেরুনেচ্ছা মহিলা কলেজের নাম অর্ন্তভূক্ত করা হয়। নিয়ে আওয়ামীলীগের নেতাকর্মী কলেজ শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ সর্বস্তরের জনগণের ব্যানারে পৌরশহরে লাগাতার বিক্ষোভ মিছিল সমাবেশ অবরোধ হরতাল কর্মসূচী পালনসহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি প্রদান করে।

এদিকে গোপালপুর কলেজ জাতীয়করণ হওয়ার খবর ছড়িয়ে পড়লে আজ বুধবার মিষ্টি বিতরণসহ উপজেলা আওয়ামী লীগ, শিক্ষক-শিক্ষার্থী কলেজ শুভাকাঙ্খীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, জেলা আওয়ামী লীগ নেতা তানভীর হাসান ছোট মনি, পৌর মেয়র রকিবুল হক ছানা, শহর আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম, গোপালপুর কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, প্রবীণ শিক্ষক অধ্যাপক বানীতোষ চক্রবর্তী, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী খন্দকার গিয়াস উদ্দীন, যুবলীগ নেতা আনোয়ারুল হক বুলবুল, অধ্যাপক গোপাল চন্দ্র দাস, প্রভাষক মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল হক ফরিদ, ছাত্রনেতা নূরন্নবী সোহাগ প্রমুখ। বক্তারা গোপালপুর কলেজ জাতীয়করণ করায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে গোপালপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায়