ডেপুটি স্পিকারের সঙ্গে ১৩ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে ১৩ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদক :  সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর গভর্নেন্স রিসার্স-এর নব নির্বাচিত প্রেসিডেন্ট ও ভারতীয় লোকসভার সাবেক মহাসচিব অধ্যাপক সুভাশ কাশিয়াপ-এর নেতৃত্বে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার ১৩ সদস্যের প্রতিনিধি দল সোমবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

ডেপুটি স্পিকার তাদেরকে সংসদ ভবনে স্বাগত জানান ও সংসদের বিভিন্ন কার্যাবলী তাদের সামনে তুলে ধরেন। তিনি মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতীম ভারতের সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রতিনিধিদল তাদের স্ব স্ব দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং আর্থসামাজিক অবস্থার উন্নতি বিষয়ে ডেপুটি স্পিকারককে অবহিত করেন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর গভর্নেন্স রিসার্স-এর মহাসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিজাম ইউ আহমেদ, নেপালের লোকরাজ বারল, শ্রীলঙ্কার ইমিয়া কামালা, ভারতের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী, যুক্তরাজ্যের ড. রাশ ফক্স ও ড. ক্যরোল স্প্রে, কানাডার অধ্যাপক আহম্মেদ শফিকুল হক উপস্থিত ছিলেন।