রাজধানীর পরিবাগের পানির তীব্র সঙ্কট, প্রতিবাদে এলাকাবাসীর মানবন্ধন

রাজধানীর পরিবাগের পানির তীব্র সঙ্কট, প্রতিবাদে এলাকাবাসীর মানবন্ধন



সামসুল আলম, পরিবাগ, ঢাকা: প্রায় দীর্ঘ মাস ধরে রাজধানীর শাহবাগ থানাধীন পরিবাগের তীব্র পানির সঙ্কট চললেও ওয়াসা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপারে এখনো কোন ব্যবস্থা নেয় নি। বাধ্য হয়ে প্রায় কয়েকগুন বেশি দামে ওয়াসার ট্রাকের পানি কিনতে হচ্ছে এলাকাবাসীদের।

এর প্রতিবাদে আজ মার্চ ২০১৬ সকাল ১১ টায় পরিবাগ মসজিদের সামনে অতি দ্রুত ওয়াসার পানি সরবরাহের দাবিতে মানবন্ধন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে পরিবাগ তার আশপাশের এলাকার ভুক্তভোগী হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করে। মানবন্ধন থেকে অভিযোগ করা হয়, দীর্ঘ মাস ধরে তীব্র পানি সঙ্কট থাকলেও ওয়াসা কর্মকর্তারা ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছেন না। বরং তারা ভুক্তভোগীদের কাছে বেশি দামে পানি বিক্রী করছেন। আর কবে নাগাদ সমস্যার সমাধান হবে সরকারের সংশ্লিষ্ট মহল তাও নিশ্চিত করতে পারেনি। পরিস্থিতিতে এলাকায় চরম অমানবিক পরিস্থিতি বিরাজ করছে।
 
মানবন্ধন থেকে জরুরী ভিত্তিতে পরিবাগের পানি সমস্যার প্রতিকারের দাবী জানানো হয়। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।