টাঙ্গাইলে নবজাতক ও গর্ভবতী মায়ের পুষ্টি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে নবজাতক ও গর্ভবতী মায়ের পুষ্টি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বিভাস কৃষ্ণ চৌধুরী :  বাল্যবিবাহ, অদক্ষ দাইয়ের হাতে শিশু জন্ম, রোবেলা ভাইরাস এবং ঘন-ঘন শিশু জন্ম নেওয়ায় অধিকাংশ শিশুই প্রতিবন্ধী হয়। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত “ছোট পরিবারের ধারণার উন্মেষ, পুষ্টি, নবজাতকের যত্ন” বিষয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিকমিডিয়ার সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা সিভিল সার্জন সৈয়দ ইবনে সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো.মাহবুব হোসেন। কর্মশালার মূল বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডকুমেন্টেশন অফিসার ফরিদা বেগম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো: লুৎফুল কিবরিয়া প্রমুখ।

কর্মশালায় টাঙ্গাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমে সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।