সখীপুরে যুবদল নেতার আঙুল কর্তন

সখীপুরে যুবদল নেতার আঙুল কর্তন

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :  টাঙ্গাইলের সখীপুরে জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে সখীপুর পৌরযুবদল নেতার হাতের আঙুল কেটে ফেলেছে। গতকাল শনিবার সকালে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এদিকে আহত সখীপুর পৌর যুবদলের আহবায়ক আবুল বাশারকে (৩৫) গুরুতর অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গতকাল দুপুরের দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ছয়জন আহত হয়েছে। আহত ওই নেতার খালু ওমর আলী(মাষ্টার) বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রেজিষ্ট্রিপাড়া এলাকায় ওমর আলী নামের এক ব্যক্তি জমির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এমএলএসএস রাজিয়া আক্তার বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ছয়জন নারী-পুরুষ আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।