চট্টগ্রামে খুনের দায়ে দুজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে খুনের দায়ে দুজনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলদর্পণডটকম : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক ব্যক্তিকে খুনের দায়ে দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আসামিদের অনুপস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি হলেন- মো. শহীদ ও হেশামউদ্দিন। তারা পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান জানান, রায়ের আদেশে বিচারক দুজনকে মৃত্যুদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে খালাস দিয়েছেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

২০১০ সালের ৮ মার্চ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মধ্যমবাইনজুড়ি এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মনসুর আহমেদ খান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় তার ছোট ভাই হারেছ খান বাদী হয়ে মামলা করেন। ২০১২ সালের ১০ এপ্রিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযোগপত্র জমা দেয়।