টাঙ্গাইলের ৮ পৌরসভায় ৭টিতে আওয়ামীলীগ ও ১টিতে বিএনপির মেয়র প্রার্থী বিজয়ী

টাঙ্গাইলের ৮ পৌরসভায় ৭টিতে আওয়ামীলীগ ও ১টিতে বিএনপির মেয়র প্রার্থী বিজয়ী

বিভাস কৃষ্ণ চৌধুরী :  টাঙ্গাইলে ৮টি পৌরসভায় ভোট যুদ্ধে ৭জন আওয়ামীলীগের ও ১জন বিএনপির মেয়র প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত বিজয়ী হয়েছে।

টাঙ্গাইল পৌরসভা

আসন্ন নির্বাচনে টাঙ্গাইলের আটটি পৌরসভায় প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছে। সভা-সমাবেশ ও গনসংযোগের মধ্যদিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত জামিলুর রহমান মিরন (নৌকা)৪৯৫৭৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি বিএনপি মনোনিত প্রার্থী মাহমুদুল হক সানু (ধানের শীষ) পেয়েছে ২৪৯৪২ভোট।

মধুপুর পৌরসভা


মধুপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খন্দকার মাসুদ পারভেজ (নৌকা) ২২২৫৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধি বিএনপির সরকার সহিদুল ইসলাম সহিদ (ধানের শীষ) প্রতিক পেয়েছে ৪৬৫৩ভোট ।

ধনবাড়ী পৌরসভা

ধনবাড়ি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন (নৌকা)১১৩৯৩ এবং নিকটতম প্রতিদন্ধি বিএনপি মনোনিত প্রার্থী এসএম ছোবাহান (ধানের শীষ) পেয়েছে ৭০৬৪ ভোট।

গোপালপুর পৌরসভা

গোপালপুরে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রকিবুল হক ছানা (নৌকা) ২১৫২৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।নিকটতম প্রতিদন্ধি বিএনপি মনোনিত প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল (ধানের শীষ) পেয়েছে ৪৫২৮ভোট।

ভুঞাপুর পৌরসভা

টাঙ্গাইলের ভূঞাপুরে জোরেসোরে বইছে নির্বাচনী হাওয়া। মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাসুদুল হক মাসুদ (নৌকা) প্রতিক ৫৪৭১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে এবং তার নিকটতম প্রতিদন্ধি বিএনপি মনোনিত প্রার্থী আবদুল খালেক মন্ডল (ধানের শীষ) প্রতিক পেয়েছে ৫২৯৫ ভোট।


কালিহাতী পৌরসভা

কালিহাতী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আনছার আলী বিকম (নৌকা) ৭৪৪৭ পেয়েছে এবং বিএনপি মনোনিত প্রার্থী আলী আকবর জব্বার (ধানের শীষ) প্রতীকে ৯৪১৯ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।

মির্জাপুর পৌরসভা

মির্জাপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাহাদৎ হোসেন সুমন (নৌকা) ৯৫৯৯ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।তার নিকটতম প্রতিদন্ধি, বিএনপি মনোনিত প্রার্থী হযরত আলী (ধানের শীষ) প্রতীক পেয়েছে ৪৫০৫ ভোট।

সখীপুর পৌরসভা

মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবু হানিফ আজাদ (নৌকা) ৯৬৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদন্ধি বিএনপির-বিদ্রোহী প্রার্থী ছানোয়ার হোসেন সজীব (জগ) পেয়েছে ৪৮৯৯ ভোট।