পতেঙ্গায় মসজিদে বোমা বিস্ফোরণে, আহত ৬জন

পতেঙ্গায় মসজিদে বোমা বিস্ফোরণে, আহত ৬জন

নিউজ ডেক্স : চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির একটি মসজিদে আজ শুক্রবার জুমার নামজের সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

পতেঙ্গায় বাংলাদেশ নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটি থেকে বের হয়ে বিকেল সোয়া চারটার দিকে নগর পুলিশের উপকমিশনার (বন্দর) হারুনুর রশীদ হাজারী সাংবাদিকদের বলেন, আজ দুপুরে জুমার নামাজের সময় মসজিদের ভেতর বোমার বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন মুসল্লি আহত হন। একজনকে আটক করা হয়েছে।

এদিকে বিকেলে চারটার দিকে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর ও দক্ষিণ) কুসুম দেওয়ানের এবং উপকমিশনার (বন্দর ও পশ্চিম) মোক্তার হোসেনের নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়করণ দল ঈশা খাঁ ঘাঁটিতে প্রবেশ করেছে। এর আগে ঈশা খাঁ ঘাঁটির ভেতরে সম্মিলিত সামরিক হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে।

এ ছাড়া চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য  বলেন, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।

তথ্যসূত্র : নতুন বার্তা।