আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা

আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা

নিউজ ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও মাদ্রাসা ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ শিক্ষার্থী ও ইবতেদায়ী সমাপনীতে তিন লাখ পাঁচ হাজার ৪৫১ জন অংশ নেবে।

এবারই প্রথমবারের মতো প্রশ্নফাঁস রোধে ৮ সেট প্রশ্নে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম দিনে উভয় স্তরেই ইংরেজিপরীক্ষা অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলবে আড়াই ঘণ্টা।

পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা দুই লাখ ৩৫ হাজার ৯৫৩ বেশি। এরমধ্যে ছাত্র ১৫ লাখ ১৭ হাজার ১১৬ জন ও ছাত্রী ১৭ লাখ ৩৭ হাজার ৩৯৮ জন।

গত বছরের তুলনায় এবার ১ লাখ ৯৮ হাজার শিক্ষার্থী বেশি অংশ নিচ্ছে। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ৩০ লাখ ৯৫ হাজার ৩২১ জন।

সারাদেশে সাত হাজার ৫২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা চলবে।