ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি বৃদ্ধা নিহত

ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি বৃদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :  ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৭২ বছরের এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছে। নিহত ওই বৃদ্ধার নাম তাওয়ারাত আশরাউই। শুক্রবার বিকেলে দখলকৃত পশ্চিম তীরের হেবরনের হালহুল এলাকার একটি পেট্রল পাম্পে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, পেট্রল পাম্পে গাড়ির তেল নেয়ার জন্য গিয়েছিলেন তাওয়ারাত। এসময় ইসরায়েলি সেনারা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই বৃদ্ধা পেট্রল পাম্পে অবস্থানরত সেনাদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এজন্য তাকে গুলি করা হয়।

শুক্রবার তাওয়ারাতসহ দুই ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হলেন। শুক্রবার গাজার দক্ষিণে খান ইউনিস এলাকায় ইসরাইলি সীমান্তে বিক্ষোভ করার সময় সালামেহ আবু জামা নামে ২৩ বছরের এক তরুণকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।