রংপুরে জাপানি প্রতিনিধি দল, লাশ হস্তান্তর হয়নি

রংপুরে জাপানি প্রতিনিধি দল, লাশ হস্তান্তর হয়নি

বিশেষ প্রতিবেদক : জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনা খতিয়ে দেখতে রংপুরে অবস্থান করছে, জাপান থেকে আসা চার সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যায় তারা রংপুর পৌঁছে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মর্গে গিয়ে, কুনিওর মরদেহ পর্যবেক্ষণ করেন। এ সময় তারা কিছু আলামতও সংগ্রহ করেন।

তবে মরদেহ হস্তান্তর করা হবে এমন শোনা গেলেও, তারা মরদেহ গ্রহণ করেননি বলে জানায় পুলিশ। জাপানি পুলিশের এই প্রতিনিধি দলে একাধিক অপরাধ তদন্ত বিশেষজ্ঞ রয়েছে বলে জানা গেছে। রংপুরে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আজ তাদের বৈঠক করার কথা আছে। গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে, নিজ খামারে যাওয়ার পথে হোশি কুনিওকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

সূত্র : ইন্ডিপেনডেন্ট টিভি অনলাইন।