আফগানিস্তানে ৭.৫ মাত্রার ভুমিকম্পে নিহত ৩৮

আফগানিস্তানে ৭.৫ মাত্রার ভুমিকম্পে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক : ৭.৫ মাত্রার শক্তিশালী একটি ভুমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা দাড়িয়েছে ৩৫ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন। ভুকম্পনটি অনুভুত হয়েছে পার্শ্ববর্তী পাকিস্তান ও ভারতের বিরাট অংশজুড়ে।

উওর আফগানিস্তানের পারওয়ান প্রদেশের বাসিন্দা  হিকমাত ফাসি আল-জাজিরাকে বলেন, এ এলাকায় ভুমিকম্পে অনেক ক্ষতি হয়েছে।“আমরা নিরাপদে আছি কিন্তু অনেক বিল্ডিং ধসে পড়েছে। আমরা এখন শুধু প্রার্থনা করছি।”

আফগানিস্তানের তাকান প্রদেশে একটি স্কুলে কমপক্ষে ১২ শিক্ষার্থী নিহত হয়েছে।

ইসলামাবাদ থেকে আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ভুকম্পনটি ৩০ থেকে ৪০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। আতঙ্কে মানুষজন ঘরবাড়ি থেকে বের হয়ে আসেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর জানা যায় নি।

পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, লাহোর, ফয়াসালাবাদ ও পর্বতশঙ্কুল চিত্রাল এলাকা, ভারতের নয়াদিল্লি ও আফগানিস্তান জুড়ে ভুকম্পনটি অনুভুত হয়। ইউএস জিওলোজিক্যাল সার্ভে জানিয়েছে, ভুমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তরপূর্বে হিন্দুকুশ এলাকায়।– আল-জাজিরা