ঢাবির ‘চ’ ইউনিটে পাসের হার ২.৬৪

ঢাবির ‘চ’ ইউনিটে পাসের হার ২.৬৪

শিক্ষাঙ্গষ ডেক্স : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ৫ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৯ জন। পাসের হার ২ দশমিক ৬৪।

মঙ্গলবার বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানা যাবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তির ওয়েবসাইট থেকে (admission.eis.du.ac.bd) ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।

এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে DU<>Ga<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে  ফলাফল জানা যাবে।
গত ১০ অক্টোবর ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান ও ১৭ অক্টোবর অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়।