অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর অনিশ্চিত!

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর অনিশ্চিত!

স্পোর্টস ডেস্ক : অনিশ্চয়তার কালো মেঘ এখনো কাটেনি অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে। বরং শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল হওয়ার শঙ্কা জেগেছে।

এদিকে মঙ্গলবার ঢাকা ছেড়ে গেছেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আসা ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল, অস্ট্রেলিয়ার টিম ম্যানেজার গেভিন ডভে ও দলের নিরাপত্তা কর্মকর্তা ফ্রাঙ্ক ডিমাসি। বুধবার অস্ট্রেলিয়ান পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদপ্তর (ডিএফএটি), ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করবেন তারা।

অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধিদল গত দুই দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশের একাধিক শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অস্ট্রেলিয়া দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ারই আশ্বাস দেওয়া হয়।

এরই মধ্যেই আবার সন্ধ্যায় গুলশানে কূটনৈতিকপাড়ায় তাবেলা সিজার নামে এক ইতালীয় নাগরিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এর ফলে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর আরো অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল গতকাল সোমবার। কিন্তু সফরের মাত্র দুই দিন আগে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদপ্তর (ডিএফএটি) বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দলের সফর স্থগিত করে।