‘বিচারের বাণী এখন প্রকাশ্যে কাঁদে’

‘বিচারের বাণী এখন প্রকাশ্যে কাঁদে’

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “বিচারের বাণী এখন নীরবে নিভৃতে নয়, প্রকাশ্যে কাঁদে।” রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আসাদুজ্জামান রিপন বলেন, “দলের সিনিয়র নেতা এম কে আনোয়ারসহ কয়েকজনের জামিন আবেদন বাতিল হওয়ায় প্রমাণ হয়েছে বিচারের বাণী এখন প্রকাশ্যে কাঁদে।”

ছাত্রলীগ নেতাদের ক্রসফায়ারে হত্যা বিএনপিও সমর্থন করে না বলে জানান তিনি।

অ্যাকশন শুরু হয়েছে, সরকারের সেতুমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, “এতেই প্রমাণিত হয় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকারের মদদেই হয়।”