শাবি উপাচার্যকে ডেকে কথা বললেন শিক্ষামন্ত্রী

শাবি উপাচার্যকে ডেকে কথা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষাঙ্গণ ডেক্স : নতুন কোনো সিদ্ধান্ত না নেওয়ার নির্দেশনা প্রদানের এক দিন পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়াকে বাসভবনে ডেকে কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের উত্থাপিত নানা অভিযোগ সম্পর্কে শুক্রবার বিকেলে মন্ত্রী তার সরকারি বাসভবনে উপাচার্যের বক্তব্য শোনেন।

শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে উপাচার্যকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার পরামর্শ দেন। তিনি এ বিষয়ে শীঘ্রই দৃশ্যমান পরিবর্তন দেখতে চান বলেও উপাচার্যকে জানান।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, ড. অরুণা বিশ্বাস, চৌধুরী মুফাদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আট সদস্যবিশিষ্ট শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন মন্ত্রী। এ সময় উপাচার্যকে রুটিন দায়িত্ব পালন ছাড়া নতুন কোনো নিয়োগ ব্যবস্থা চালু বা কাউকে নতুন দায়িত্ব না দেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।