আপন-পর- মোঃ আব্দুল হামিদ

আপন-পর- মোঃ আব্দুল হামিদ

কবিতার শিরোনাম : আপন-পর 
লিখেছেন : মোঃ আব্দুল হামিদ

 
আপন যারা পর হয়েছে,পর হয়েছে আপন
বেঁচে থাকার স্বপ্নটুকু,হারিয়ে গেছে এখন।
বুকে যারে রেখেছিল,এখন সে যে পিঠে
অস্তিত্ব যার ছিলনা,সেই এখন বুকে।
মধুর মধূর আশায় ছিল,নয়ন দটি ভরে
সুখের আশায় উদাসী মন,ছোটাছুটি করে।
কোন কারণে বুকের মাণুষ,আজ গিয়েছে পিঠে
বিমূর্ত সুখের নেশায়,ঘুরছে ঘাটে মাঠে।
তবুও সুখের নাগাল,তাহার নাহি মিলে
শুধু শুধু এপিঠ ওপিঠ,চলছে তবু চলে...।