সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন-মোহনপুর

প্রকাশিত: ২০২৫-০৭-২২ ০০:১৯:৫৯

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা ফুটবল দল। পুঠিয়া উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৪ গোলে ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোহনপুর। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

 

 ২১ জুলাই, ২০২৫ সোমবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আসরের এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

 

ম্যাচের শুরুতে উভয় দলের আক্রমণ পাল্টা আক্রমণ চলে খেলা। ম্যাচের ১৫ তম মিনিটে ইসমাইল চমৎকার হেডে মোহনপুর উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে এগিয়ে নেন। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও সুযোগ কাজে লাগাতে পারেনি পুঠিয়া উপজেলা ফুটবল দল।

 

পিছিয়ে থেকে বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পুটিয়া। তার ফলও পায় তারা। দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে প্রণয়ের হেডে থেকে গোল পেয়ে যায় পুটিয়া। ফলে ১-১ গোলে সমতা ফিরে ম্যাচ। এরপর ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হওয়া ১-১ গোলে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

 

সমতায় শেষ হওয়ায় চ্যাম্পিয়ন নির্ধারণে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে মোহনপুর উপজেলা ফুটবল দল ৫-৪ গোলে পুঠিয়া উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।

 

ম্যাচে রানার আপ হলেও সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পুঠিয়া উপজেলার প্রণয়। দুই দলের ফাইনাল ম্যাচটি বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে উপভোগ করেন। ম্যাচটিতে কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মুরাদুজ্জামান এলান।

 

ম্যাচ শেষে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতির সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি, প্রাইজমানি এবং খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে একটি করে ফলজ চারা তুলে দেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

 

বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি ।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭