পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগানিস্তান সীমান্তসংলগ্ন সেনাবাহিনীর একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২১ জুন) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য খুররাম জেলায় এই ঘটনা ঘটেছে। পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) পাকিস্তানের ঐ এলাকায় দীর্ঘদিন ধরে বেশ সক্রিয়।
বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমা বিস্ফোরণে সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
পাকিস্তানের ঐ এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর মাঝেমধ্যেই হামলা চালায় তালেবানরা। সংগঠনটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান শাসন ফিরে আসার পর এমন হামলার ঘটনা বেড়েছে।