ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনে চাপ। সড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন বিকল, অতিরিক্ত গাড়ির চাপ ও চার লেনের কাজ চলমান থাকায় দেখা দেয় যানজট। ফলে রোববার ভোর থেকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান।
তিনি জানান, অতিরিক্ত যানবাহনের চাপ ও গাড়ি বিকল হওয়ায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যানবাহনের সারি রয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন ঢাকার দিকে যাচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরাঞ্চলের দিকে একমুখী গাড়ি চলাচল করছে। মানুষদের নির্বিঘ্নে গন্তব্যে ফেরাতে নিরলস কাজ করছে পুলিশ।
কর্মস্থলে ফেরা যাত্রীরা বলেন, ঈদ শেষ হলেও গণপরিবহনগুলোতে তিনগুন ভাড়া বেশি আদায় করছে। প্রশাসনের নজরদারী না থাকায় ভাড়ায় নৈরাজ্য সৃষ্টি করছে।