পরিবহন ধর্মঘটে যথারীতি চলবে জবির বাস
পরিবহন ধর্মঘটে যথারীতি চলবে জবির বাস
অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধিহঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চলমান পরিবহন ধর্মঘটের মধ্যেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালু থাকবে। চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ব্যাঘাত যেন না ঘটে তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্-মাসুদ বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষা স্থগিত করা হবেনা। সেই উপায়ও নেই৷তাই আগের মতোই নির্দিষ্ট রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চালু থাকবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসেই এসে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের অনুরোধ করবো ধর্মঘট চলায় কোথাও পরিবহন শ্রমিকদের দ্বারা বাঁধার সম্মুখীন হলে তাদের সাথে সংযত আচরণ করতে। প্রক্টরিয়াল বডি কিংবা আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা ব্যবস্থা গ্রহণ করবো। ইতোমধ্যে আশেপাশের থানাগুলোর সাথে প্রক্টরিয়াল বডির কথা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে আমাদের সর্বোচ্চ নজর থাকবে। যেহেতু তাদের পরীক্ষা চলছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি। উল্লেখ্য, সরকার কর্তৃক জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় শুক্রবার সকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। গণপরিবহনের পাশাপাশি বন্ধ আছে পণ্যবাহী গাড়ির চলাচলও। এতে রাজধানীসহ সারাদেশেই ভোগান্তিতে পড়েছে জনগণ।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/180457/পরিবহন-ধর্মঘটে-যথারীতি-চলবে-জবির-বাস