অজিদের নাস্তানাবুদ করে জিতল ইংলিশরা

অজিদের নাস্তানাবুদ করে জিতল ইংলিশরা

অজিদের নাস্তানাবুদ করে জিতল ইংলিশরা

ইংল্যান্ডের প্রয়োজন ১২৬ রান। বাটলার একাই করলেন ৩২ বলে ৭১ রান। ওপেনিংয়ে নেমে অপরাজিত ইনিংসে মারেন সমান ৫টি এবং ৫টি বাউন্ডারি...

খেলা ডেস্ক

ইংল্যান্ডের প্রয়োজন ১২৬ রান। বাটলার একাই করলেন ৩২ বলে ৭১ রান। ওপেনিংয়ে নেমে অপরাজিত ইনিংসে মারেন সমান ৫টি এবং ৫টি বাউন্ডারির মার। তার ঝড়ো এই ইনিংসের বদৌলতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ইংলিশরা। তাও আবার ৫০ বল হাতে রেখে। 

টুর্নামেন্টের অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৬৬ রান তুলে ফেলেন জেসন রয়-বাটলাররা। এরপর জেসন রয় আর ডেভিড মালান ফিরে গেলেও জিততে কোনো অসুবিধাই হয়নি ইংলিশদের।

জেসন রয়ের আউটের পর বাটলারের সঙ্গে জুটি বাঁধেন ডেভিড ম্যালান। ৯ ওভারের মধ্যে ৯৭ রান তুলে ফেলে এউইন মরগানের দল। ১১.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। বেয়ারস্টো ১১ বল খেলে ২টি ছয়ে করেন অপরাজিত ১৬ রান। ওপেনার রয় আউট হয়েছেন ২০ বলে ২২ রান করে। ম্যালান করেছেন ৮ বলে ৮ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ​সমান দুই ম্যাচেই জয় নিয়ে শনিবার তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে অস্ট্রেলিয়া। এদিন ইংলিশদের বোলিং তোপে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি অ্যারন ফিঞ্চের দল।

নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সক্ষম হয় অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। জবাবে ১১.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

সবচেয়ে বেশি মারমুখি ছিলেন জস বাটলার। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, অ্যাডাম জাম্পা কিংবা অ্যাস্টন অ্যাগার- কেউ রেহাই পাননি বাটলারের নির্দয় পিটুনি থেকে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/cricket/179740/অজিদের-নাস্তানাবুদ-করে-জিতল-ইংলিশরা