বিদ্যুৎপৃষ্ট হয়ে ক্যাবল অপারেটরের মৃত্যু

বিদ্যুৎপৃষ্ট হয়ে ক্যাবল অপারেটরের মৃত্যু

বিদ্যুৎপৃষ্ট হয়ে ক্যাবল অপারেটরের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সবুজ আলী (৩০) নামে এক ক্যাবল অপারেটর নিহত...

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সবুজ আলী (৩০) নামে এক ক্যাবল অপারেটর নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমাখালী উপজেলার আলাউদ্দিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সবুজ কুমারখালী উপজেলার পশ্চিম লাহিনি পাড়ার গোসাই ডাঙ্গার জালাল উদ্দিনের একমাত্র ছেলে।

জানা গেছে, সকালে ইন্টারনেটের লাইন টানার জন্য আলাউদ্দিন মোড়ে বৈদ্যুতিক খুঁটির নিচে কাজ করছিলেন সবুজ। এ সময় বৈদ্যুতিক খুঁটিতে তার বাঁধতে গেলে হঠাৎ শর্ট সার্কিট থেকে সবুজের শরীরে আগুন ধরে যায়। এ সময় তিনি বৈদ্যুতিক তারে ঝুলে ছিলেন।

স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই মোল্লা জানান, সবুজ কুষ্টিয়ার কেসি টিভি অফিসে কাজ করতো। সেখান থেকেই সে ইন্টারনেটের তার বাধতে কুমারখালী যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179739/বিদ্যুৎপৃষ্ট-হয়ে-ক্যাবল-অপারেটরের-মৃত্যু