পুকুর থেকে বাবা-মা ও মেয়ের লাশ উদ্ধার
মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
পুকুর থেকে বাবা-মা ও মেয়ের লাশ উদ্ধার
খুলনার কয়রা উপজেলায় একটি পুকুর থেকে বাবা-মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
খুলনা প্রতিনিধিখুলনার কয়রা উপজেলায় একটি পুকুর থেকে বাবা-মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের বাসিন্দা মাজেদের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজী ছেলে হাবিবুল্লাহ গাজী (৩৬), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী টুনি (১৩)।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহগুলো পুকুরে ফেলে গোপন করার চেষ্টা করা হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।
বাংলাদেশ জার্নাল/জেবি
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179226/পুকুর-থেকে-বাবা-মা-ও-মেয়ের-লাশ-উদ্ধার