ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, আজ ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মূলত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179227/হবিগঞ্জে-দুই-ট্রাকের-মুখোমুখি-সংঘর্ষ-নিহত-২